প্রকাশিত: Mon, Dec 26, 2022 4:22 PM
আপডেট: Wed, Jul 2, 2025 12:52 PM

নারী কর্মীদের ওপর তালিবানের নিষেধাজ্ঞার জের

আফগানিস্তানে কার্যক্রম স্থগিত করলো পাঁচ আন্তর্জাতিক সাহায্য সংস্থা

মাজহারুল ইসলাম, মিহিমা আফরোজ: আফগানিস্তানে কর্মরত পাঁচটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এনজিও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এনজিওগুলো হল দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন, কেয়ার, আফগানএইড ও দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। আফগানিস্তানে তালিবান নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ ঘোষণার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি 

আফগানিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত। গত বছর তালিবান সরকার ক্ষমতা গ্রহনের পর আফগানিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেভ দ্য চিলড্রেন, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, কেয়ার এবং আফগান এইডের মতো এনজিওগুলো লক্ষাধিক মানুষকে সাহায্য প্রদানে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করছে। আফগান এইড সতর্ক করেছে, তালিবানদের তৈরি করা নিয়মের কারণে যদি এনজিওগুলো নারী কর্মীদের নিয়োগ দিতে না পারে, তবে আমরা আমাদের মানবিক ও উন্নয়নকার্যে পিছিয়ে যাব। এমনকি উপকারভোগী অর্ধেক মানুষকে সেবাদান ব্যাহত হব।

এই এনজিওগুলো মূলত শিক্ষা, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও নারী বিষয়ক সেবা দিয়ে থাকে। বর্তমানে আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত রাখায় আফগানিস্তানের শিশুসহ সকলেই নানারকম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে চলেছে। 

রোববার এক যৌথ বিবৃতিতে এনজিওগুলো বলেছে, নারী কর্মীরা ছাড়া তাদের পক্ষে আফগানিস্তানে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এনজিওগুলো দাবি করে, আফগানিস্তানে তাদের প্রতিষ্ঠানে যেন নারী কর্মীদের অবশ্যই কাজ করতে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানজুড়ে আমাদের প্রায় ৩ হাজার নারী কর্মী রয়েছে। আফগানিস্তানে আমাদের সেবা পৌঁছে দিতে আমরা নারী কর্মীদের উপর নির্ভরশীল। নারীকর্মী ছাড়া আমরা আমাদের সেবা সকলের কাছে পৌঁছাতে পারব না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব